সিরাজদিখানে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা
প্রকাশ : 2022-11-14 15:18:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন- এই প্রতিপাদ্য নিয়ে সিরাজদিখানে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এবং উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা।
মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগীতায় সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা,আইসিটি) কামরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর উপ-পরিচালক মোঃ মামুন,সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান উপজেলা ভাইস চেযারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাসনিম আক্তান, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন ঢালী প্রমুখ।