সিরাজদিখানে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশ : 2025-05-25 17:36:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মুন্সীগঞ্জ সিরাজদিকানে “স্মাট ভূমি সেবা, ভূমি নাগরিক” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে আজ রবিবার (২৫ মে) বেলা ১১টায় অফিস চত্বর থেকে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা র‌্যালীবের হয়।

র‌্যালী শেষে ভূমি অফিস কার্যালয়ে ভূমির মালিক ও সেবা গ্রহীতাদের অংশ   গ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রতৌহিদুল ইসলাম বারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।

 এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ১৪টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শিক্ষক সাংবাদিক, ভূমির মালিকগন। জনসচেনতা মূলক ভূমি সেবার বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।