সিরাজদিখানে ভালোবেসে বিয়ে করে পালিয়ে বেড়াচ্ছে প্রেমিক জয় !
প্রকাশ : 2022-11-15 15:26:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভালোবেসে বিয়ে করে শশুরবাড়ির পরিবারের হয়রানির মুখে আয়েশা আক্তার ও জহিরুল ইসলাম জয় শেখ নামের এক প্রেমিক যুগল। মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে অসহায় জহিরুল ইসলাম জয় এই বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে সিরাজদিখান প্রেসক্লাবে মেয়ের বাবা আতাউর রহমানের বিরুদ্ধে এমনই অভিযোগ এনে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন জয় শেখের পরিবারের লোকজন।
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেরার দক্ষিন কাঠালতরী গ্রামের মৃত জয়নাল শেখের স্ত্রী কাজল রেখা ও তার মেয়ে পপি আক্তার জানান, জহিরুল ইসলাম জয় শেখ গত ০২ নভেম্বর ভালোবেসে বিয়ে করেন সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামের আতাউর রহমানের মেয়ে আয়েশা আক্তারকে । গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে জহিরুল ইসলাম জয় শেখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জয়ের বোন পপি আক্তার বলেন, আমার ভাই জহিরুল ইসলাম জয় শেখ এলাকার একজন মটর মেকানিক। মেয়ের বাবা টাকা ও ক্ষমতার প্রভাবে তার ভাই জহিরুল ইসলাম জয়কে যে কোন কিছু করতে পারে বলে আশঙ্কার কথা বলেন ওই তরুণী। আয়েশা আক্তার ভিডিও বার্তায় বলেন, একই এই গ্রামের আমি ও জয় আমরা পরিবারের অজান্তে পালিয়ে কোর্ট মেরেজ করে বিয়ে করি। বিয়ের পর থেকে আমরা পালিয়ে গিয়ে ছিলাম। আমার বাবা আতাউর রহমান পুলিশের কাছে অভিযোগ দিয়ে আমাদের নানা ভাবে হয়রানি করেছে এং আমাকে মেনে নেওয়ার কথা বলে ডেকে এনেছে। সংবাদ সম্মেলনে আয়েশা আক্তারের বাবার হয়রানি থেকে মুক্তি পেতে জহিরুল ইসলাম জয় ও তার পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।