সিরাজদিখানে ভাতাভোগী দরিদ্র মা’দের সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ “

প্রকাশ : 2022-03-28 19:11:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে ভাতাভোগী দরিদ্র মা’দের সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ “

শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে বয়রাগাদী ইউনিয়নের “দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা” প্রদান কর্মসূচির আওতায় ভাতাভোগী মা’দের সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

আজ সোমবার (২৮ শে মার্চ ) দুপুরে বয়রাগাদী ইউপি হলরুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর বলেন, প্রান্তিক পর্যায়ের মাতৃত্বকালীন মা’দের সন্তান লালন-পালন ও মা’র পুষ্টিকর খাবার গ্রহনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়, আশাকরি এই প্রশিক্ষণের মাধ্যমে সরকারের উদ্দেশ্য ও লক্ষ্যে পুরনে এবং সুস্থভাবে সন্তান বেড়ে ওঠায় মায়েরা অবশ্যই সচেতন হবেন। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল বলেন, প্রান্তিক পর্যায়ের এই প্রশিক্ষনের মাধ্যমে মায়েরা যাতে সন্তানদের সুষ্ঠুভাবে লালন-পালন করতে পারে এবং তারা নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হয়। এ সময় সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, ইউপি সচিব ও ইউপি সদস্য উপস্থিত ছিলেন।