সিরাজদিখানে ভাংচুর ও লুটপাটের মামলায় দুই আসামী গ্রেফতার

প্রকাশ : 2022-01-24 19:15:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে ভাংচুর ও লুটপাটের মামলায় দুই আসামী গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভাংচুর ও লুটপাটের নিয়মিত মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। 

রোববার ২৩ জানুয়ারি রাতে উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামে মারামারি, ভাংচুর ও লুটপাটের সিরাজদিখান থানার ১৫ নং নিয়মিত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ ইমরান খান সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে  দুই আসামিকে গ্রেপ্তার করেন। ২৪ জানুয়ারি দুপুর ১২টায় বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন অন্তর (২০) পিতা দ্বীন ইসলান,আদমআলী (৫৫)পিতা মৃত আঃ মুন্নাফ সর্ব সাং উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামে। 

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার  এই দুই আসামীকে গ্রেফতার করি। ২৪ জানুয়ারি দুপুর ১২টায় বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করি।