সিরাজদিখানে ব্যাবসায়ী পাটনারের বাড়িতে চুরি, স্বর্ণ টাকা লুট

প্রকাশ : 2022-10-13 20:13:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে ব্যাবসায়ী পাটনারের বাড়িতে চুরি, স্বর্ণ টাকা লুট

মুন্সিগঞ্জ সিরাজদিখান চন্দধূল এলাকায় একটি স্টিলের আলমারি খুলে তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে সিরাজদিখান উপজেলা  ইছাপুরা ইউনিয়নের চন্দধূল গ্রামের আব্দুল খালেক মৃধার ছেলে লিটন মৃধার বাড়িতে ঘটনাটি ঘটে। 

স্বর্ণ ও টাকার  মালিক চায়না আক্তার বলেন, গত ১১ অক্টোবর  মঙ্গলবার দুপুরে আমাদের ব্যাসায়ী পার্টনার আক্তারুজ্জামান লাল চাঁন আমার বাবার বাড়ি সিরাজদিখান চন্দধূল গ্রামে বেরাতে আসে। পরের দিন বুধবার রাত আনুমানিক ১টার পরে আমরা গল্পগুজব করে ঘুমিয়ে পরলে আমার ঘড়ে থাকা স্টিলের আলমারি ভেঙ্গে ৪ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা নিয়ে নিজের ব্যাগ ও জামাকাপড় রেখে স্বর্ণ টাকা লুট লুট করে পালিয়ে যায়। 

চায়না আক্তারের স্বামী ফারুক আহম্মেদ বলেন, আক্তারুজ্জামান লাল চানের সাথে  ঢাকা মোহাম্মদপুরের শিকদার মেডিকেলরে সামনে আমার পাখি খাচা তৈরীর পার্টনারের ব্যাবসা ছিল । আমি আক্তারুজ্জামানের সাথে আর পার্টনারের ব্যাবসা চালাবো না বিধায় আমি তাকে স্পস্ট না বলে দিয়ে আমার পার্টনার শিপের অর্ধেক টাকা ১৬ লাখ ফেরত চাইলে সে আমাকে বুঝাতে মুন্সিগঞ্জ সিরাজদিখান চন্দধূল গ্রামে আমাকে বুঝাতে আসে যেন আমরা আবারও একসাথে ব্যাবসা চালিয়ে যাই। আমরা পরিবারের সবাই আমার শশুর বাড়ির লোকজন নিয়ে আক্তারুজ্জামান চান মিয়াকে আমরা আর ব্যাবসা চালাবো বলে আমরা আমাদের ভাগের টাকা ফেরত চাইলে ওই রাতেই আক্তারুজ্জামান চান মিয়া আমাদের শশুর বাড়ি থেকে আমাদের ঘড়ে থাকা স্বর্ণ টাকা চুরি করে নিয়ে যায়। আমরা এ বিষয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমরা আমাদের টাকা স্বর্ণ সবকিছুই ফেরত চাই। 

সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, আজকে স্বর্ণ ও টাকা চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।