সিরাজদিখানে বিসিক কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক কার্যক্রম পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী
প্রকাশ : 2022-05-21 19:20:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঢাকা মহানগরীর বিশেষ করে পুরাতন ঢাকার কেমিক্যাল কারখানা ও গোডাউন সমূহ একটি পরিবেশবান্ধব এবং অপেক্ষাকৃত কম জনবহুল স্থানে স্থানান্তর/স্থাপনের লক্ষ্যে সকল প্রকার অবকাঠামোগত সুযোগ সুবিধা সম্বলিত একটি আধুনিক কেমিক্যাল শিল্প পার্ক গড়ে তোলতে ৩০৮.৩৩ একর অধিগ্রহণকৃত জমিতে ১৯শ টি শিল্প প্লট তৈলী করে নূন্যতম এক লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃস্টি করে জিডিপিতে অবদান রাখতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন শিল্প মন্ত্রনালয় মুন্সিগঞ্জ সিরাজদিখানে গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকার বিসিক কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক তৈরী করছেন। আজ শনিবার বেলা ১১ টায় মাননীয় শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রকল্প এলাকায় এ কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাননীয় শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, পুরান ঢাকার চুড়িহাট্টায় অগ্নি দুর্ঘটনার পরে মুন্সীগঞ্জ বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প সংশোধন করা হয়। তিনি বলেন, বাংলাদেশ ক্ষুদ্র্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ২০২২ সালের জুন নাগাদ এই প্রকল্প বাস্তবায়ন করবে। তিনি বলেন, প্রকল্পের মূল উদ্দেশ্য পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম মুন্সীগঞ্জে কম জনবসতি ও পরিবেশ বান্ধব স্থানে সরিয়ে নেয়া। এ লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় ৩০৮.৩৩ একর জায়গা নিয়ে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল র্পাক স্থাপন করা হচ্ছে। প্রকল্পে প্রায় ২,১৫৪ টি শিল্প পার্ক থাকবে, এখানে নূন্যতম প্রায় ১ লক্ষ লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের অধীনে শিল্প পার্কে প্রয়োজনীয় সব অবকাঠামো সুবিধা নিশ্চিত করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয় সচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান মুহ: মাহবুবুর রহমান,মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ,সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফুল আলম তানভীর, সিরাজদিখান সহকারী কমিশনার (ভ’মি) তাসনিম আক্তার প্রমুখ।