সিরাজদিখানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
প্রকাশ : 2022-11-14 20:17:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। । এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টার দিকে শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার চত্বর থেকে আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়বেটিসকে জানুন এই প্রতিপাদ্যে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হয়ে শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারে এসে শেষ হয়।
শোভাযাত্রা উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারে কর্ণধার ডাঃ দেবব্রত ঘোষ সমীর, উপজেলা পূজা উদযাপন পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক ঞ্জানদীপ ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ, সিরাজদিখান শাখা ব্যাংক এশিয়ার ব্যাবস্থাপক বিপুল সরকার, সাংবাদিক গোপাল দাস হৃদয়,প্রমুখ।
শোভাযাত্রা শেষে ডা. দেবব্রত ঘোষ সমীর বলেন, জীবনযাপনে পরিবর্তন, পুষ্টিকর ও পরিমিত খাদ্য গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, যথাযথ স্বাস্থ্যসেবা ও পরিপূর্ণ স্বাস্থ্যশিক্ষা মেনে চললে ডায়াবেটিস ও এর জটিলতা প্রতিরোধ করা সম্ভব। মানুষের গড় আয়ু বৃদ্ধি, অনিয়ন্ত্রিত জীবনযাপন, নগরায়ন ও তার প্রভাব, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং শারীরিক পরি শ্রমের অভাবের কারণে বাংলাদেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৪ কোটি ২৬ লাখ প্রায়। ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা দেশের অর্তনৈতিক কাঠামোর ওপর বিশাল চাপ সৃষ্টি করছে। শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেই দেশের স্বাস্থ্যসেবার ৫-১০ শতাংশ ব্যয় করতে হচ্ছে। দিবসটি উপলক্ষে সিরাজদিখান সন্তোষপাড়া শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার বিনামূল্যে চিকিৎসা,ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।