সিরাজদিখানে বিক্রমপুর আর এফ এগ্রো পোল্টিফিডের শুভ উদ্বোধন
প্রকাশ : 2021-03-19 15:10:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
লতা মন্ডল,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সামাজিক দায়বদ্ধতা বিবেচনায় পশুখাদ্য উৎপাদন শিল্পের বিনিয়োগ থেকে কম মুনাফা অর্জনের লক্ষ নিয়ে সিরাজদিখানে বিক্রমপুর আর এফ এগ্রোফিড লিঃ পোল্টিফিড এর শুভ যাত্র শুরু করলাম। ভোক্তা সাধারণের জন্য মানসম্মত ও নিরাপদ প্রানিজ আমিষের চাহিদা মেটাতে চাই । মানসম্মত পশুখাদ্যের জন্য গুণগতমানের খাদ্য উপাদান করবো। আজ শুক্রবার বেলা ১১টায় সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী দক্ষিণ পাড়া ব্রিজ সংলগ্ন হাফেজ মো: ফজলুল হকের পরিচালনায় আর এফ এগ্রোফিড লিঃএর বিক্রমপুর পোল্টিফিড শুভ উদ্বোধনের মাধ্যমে যত্রা শুরুর সময় পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়ার মাধ্যমে এসব কথা বলেন বিক্রমপুর আর এফ এগ্রোফিড লিঃ পোল্টিফিডের কর্নধার লতব্দী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হাফেজ মোঃ ফজলুল হক।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডিএম মাহফিজুর রহমান, সিরাজদিখান ছাত্রলীগ ফোরামের সাধারণ সম্পাদক ইকবাল মৃধা, উপজেলা কৃষক লীগের সভাপতি দিল মোহাম্মদ লালু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টু,আওয়ামীলীগ নেতা আরিফুর রহমান মিন্টু, মোঃ মকবুল হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য শেখ সাইফুল ইসলাম দীপু, বয়রাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শি¶ক মোক্তার হোসেন, সিরাজদিখান কেন্দ্রিয় সমবায় সুপার মার্কেটের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আরিফ খান, লতব্দী ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ মো. নাছির আকন্দ , লতব্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লতব্দী শেখ বাড়ী মসজিদের ঈমাম মুফতি আমিনুল ইসলাম।