সিরাজদিখানে বাস-পিকাপ সংঘর্ষে নিহত একজন, আহত ১৮

প্রকাশ : 2022-04-30 21:58:58১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে বাস-পিকাপ সংঘর্ষে নিহত একজন, আহত ১৮

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার ঢাকা মাওয়া মহাসড়কের চালতিপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকাপ সংঘর্ষে তুষার রাজবংশী (৪৫) এক মাছ ব্যাবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষার রাজবংশী শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের বাড়ৈখালী গ্রামের বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় দুই যানবাহনের কমপক্ষে ১৮ জন আহত হন। আহতদের ঢাকা মিডফোর্ড স্যার সলিমোল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাসাঁড়া হাইওয়ে থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাওগামী যাত্রীবাহী বাসের সঙ্গে  মাছ ভর্তি পিকাপ ভ্যানকে  পেছন থেকে ধাক্কা দিলে চালতীপাড়া এলাকায় পিকাপের সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তুষার রাজবংশী মারা যান। আহত হন কমপ¶ে ১৮ জন। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের ও হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।