সিরাজদিখানে বাংলা নববর্ষ উদযাপনে দিনব্যাপী কর্মসূচি
প্রকাশ : 2024-04-14 19:56:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় সকল সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতি, এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু রচনা প্রতিযোগীতা,লোকজ মেলার উদ্বোধন কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু। সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে ফিরে এসে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানা মালা পরিবেশনার মধ্য বাংলা নববর্ষকে বরণ করে নেয়া হবে। এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহম্মেদ,সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ,উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) উম্মে হাবিবা ফারজানা,উপজেলা মহিলা ভাইস চেযারম্যান তাহমিনা আক্তার তুহিন--সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নগরবাসীর নজর কাড়তে মঙ্গল শোভাযাত্রায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যের ও হারিয়ে যাওয়া সবকিছু জীবন্ত রূপে ফুটিয়ে তোলা হয়। এ সময় রাস্তার দু’ধারে শতশত উৎসুক নগরবাসী ভীড় জমান।