সিরাজদিখানে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশ : 2022-05-18 19:44:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জ সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৮ মে) বিকেলে সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে সিরাজদিখান কুসুমপুর জাগরনী সংসগ মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান থানার ওসি তদন্ত মোঃ আজগর আলী, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মো. সুমন মিয়া,মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেখ আব্দুল করিম,বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ প্রমুখ। উদ্বোধনী খেলায় ইছাপুরা ইউনিয়ন ২-১ গোলে মধ্যপাড়া ইউনিয়ন দলকে পরাজিত করে অন্যদিকে ট্রাইব্রেকারে বয়রাগাদী ইউনিয়ন ৩ -২ গোলে বালুচর ইউনিয়ন দলকে পরাজিত করে। টুর্নামেন্টে ১৪টি দল অংশ গ্রহণ করবে।