সিরাজদিখানে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশ : 2024-03-17 13:47:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জ সিরাজদিখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে   আজ রবিবার সকালে সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে  বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনাসভা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও   সাংস্কৃতি অনুষ্ঠান।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেরা শিক্ষা অফিসারবেলায়েত হোসেনর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ সআসনের সংসদ সদস্য আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদ। উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু বকর সিদ্দিক, উপজেলা আওযামীলীগ সহ-সভাপতি আওলাদা হোসেন মৃধা,উপজেলা আওয়ামীলীগ কোষাধক্ষ শেখ আব্দুল করিম, সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম সুমন,  মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সুশীল সমাজের  নেতৃবৃন্দ । এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।