সিরাজদিখানে  ফ্রান্স আওয়ামী লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশ : 2022-07-17 19:13:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে  ফ্রান্স আওয়ামী লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন  ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার ওরফে মিজান সরকার (৫২) কে লোহার রড দিয়ে আঘাত ও  রাম দা দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। গত শুক্রবার বিকাল  আনুমানিক সারে ৫ টার দিকে বাড়ি ফেরার পথে খিদিরপুর মার্কেটের সামনে পথিমধ্যে এই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় রাতেই ঢাকা পাঠানো হয়েছে। ভূমিদস্য শামীম সরকার ও তার লোকজন এ সন্ত্রাসী হামলা করেছে বলে আওয়ামী লীগ নেতার ছোট ভাই হাবিবুর রহমান রবিবার সকালে সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবে লিখিত অভিযোগ করেন। তিনি বলেন এবিষয়ে সিরাজদিখান থানায়  খিদিরপুর গ্রামের আওলাদ হোসেনের ছেলে মোঃ শামীকে(৩৪) ১ণং আসামী করে ১৩জনের নাম উল্লেখ করে আরোও অজ্ঞাত ৭/৮ জনের নামে  পেনাল কোড ১৮৬০ বেআইনী জনতাবদ্ধে  হত্যার উদ্দেশ্যে ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ ধারায় সিরাজদিখান থানায় মামলা করা হয়েছে। এলাকাবাসী জানান, মিজানুর রহমান মিজান একজন ভাল মানুষ , কিছুদিন হয় মিজান সরকার ফ্রান থেকে বাংলাদেশে এসছেন। মিজান সরকার ফ্রান্স আওয়ামীরীগের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় মাকের্ট থেকে চা পান কওে শুক্রবার সারে ৫টার সময়  গ্রামের বাড়ি খিদিরপুর ফিরছিলেন। এসময় খিদিরপুর পরিষদ মার্কেটের খায়েরের চায়ের দোকানের মোড়ে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিতে হামলা চালায়।

এসময় সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক উন্ন চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে রের্ফাড করেন।

সিরাজদিখান লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ ফজলুল হক সাংবাদিকদেরকে বলেন, মোঃ শামীম,মোঃ জহিরুল ইসলাম জহির,ইকবাল হোসেন,মোঃ জুয়েলের লোকজন পরিকল্পিতভাবে এই এলাকার তিন ফসলী জমির মাটি কাটতে বাধা দেওয়ায় ও পূর্ব রাজনৈতিক বিরোধের জের ধরে ফ্রান্স আওয়ামীরীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রবাসী মিজান সরকার ভাইকে হত্যার উদ্দেশ্যে এ সন্ত্রাসী হামলা করেছে। আমি এ হামলার তীব্র্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের  গ্রেপ্তারের দাবি জানাই। 

সিরাজদিখান থানার ওসি মোঃ মিনহাজুল হক বলেন,  এ ঘটনায়  রবিবার রাতে সিরাজদিখান  থানায় মামলা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।