সিরাজদিখানে প্রধানমন্ত্রীর জন্মদিনে মধ্যপাড়ায় টিকা নিলেই মিলছে বিস্কুট-পানি ও চকলেট

প্রকাশ : 2021-09-28 18:58:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে প্রধানমন্ত্রীর জন্মদিনে মধ্যপাড়ায় টিকা নিলেই মিলছে বিস্কুট-পানি ও চকলেট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে করোনা টিকা গ্রহণ করলেই দেওয়া হচ্ছে এক প্যাকেট বিস্কুট ও এক বোতল পানি,একটি চকলেট। সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের প¶ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদের সামনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়। পর্যায়ক্রমে আজ দেড় হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হবে।  মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ বলেন, প্রান্তিক জনপদের মানুষের মধ্যে টিকা গ্রহণে ভীতি কাটিয়ে আগ্রহ সৃষ্টির লক্ষে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডাঃ আঞ্জুম আরা।  এ সময় মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, সাংবাদিক গোপাল দাস হৃদয়, ইউপি সদস্য আবুল হোসেন,মুক্তার হোসেন,আবুবক্কর সিদ্দিক,পারভীন বেগমসহ বিশিষ্ট ব্যক্তি ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টিকা নিতে আসা মধ্যপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মোঃ তাহের শেখ (৪২) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে করোনা টিকা গ্রহণ করে বিস্কুট-পানি,চকলেট পেয়েছি।