সিরাজদিখানে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
প্রকাশ : 2024-09-06 18:54:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সিরাজদিখানের মালখানগর এলাকায় গীতা রানী দে (৪৮) নামে এক নারী গলায় ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করেছেন। এছাড়া উপজেলার লতব্দী এলাকায় মো.রোমান দেওয়ান (২৭) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
আজ শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার মালখনগর ইউনিয়নের আর মহল গ্রামের মৃত মন্টু চন্দ্র দের স্ত্রী গীতা রানী নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাচিয়ে আত্নহত্যা করেন । সিরাজদিখান থানার ওসি তদন্ত মো.মোক্তার হোসেন জানান,আত্নহত্যার বিষয়টি সঠিক তবে নিহত গীতা রানী ভারসাম্যহীন একজন মানুষছিল । পরিবার কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে ।
এদিকে একই দিন সকাল ১০ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামের দেওয়ান বাড়ী জামে মসজিদের ছাদে জমে থাকা বৃষ্টির পানি পরিস্কার করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎপৃষ্টে যুবক মো.রোমান দেওয়ান মারা যায় । নিহত রোমান দেওয়ান লতব্দী গ্রামের সেন্টু দেওয়ানের পুত্র । ওসি তদন্ত মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে । ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ।