সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে এক নারীকে নির্যাতনের অভিযোগ

প্রকাশ : 2023-11-20 15:50:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে এক নারীকে  নির্যাতনের অভিযোগ

মুন্সিগঞ্জ সিরাজদিখান ভাটিমবোগে গ্রামের আখি বেগম(৩২) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাঁকে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ আখি বেগম  উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী সুমন দেওয়ানের স্ত্রী। চিকিৎসাধীন আখি বেগম বলেন, 'পূর্ব শত্রুতার জের
ধরে একই গ্রামের মোঃ আবু জাফর,নাছির দেওয়ান,শাজাহান দেওয়ান ও রাবেয়া বেগম রবিবার দুপুরে আমাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করলে আমি গালিগালাজ করতে নিষেধ করতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা সংঙ্ঘবদ্ধভাবে আমাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।'

এ ঘটনায় আমার স্বামী সুমন দেওয়ান আজ সোমবার দুপুরে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছে। 

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে আবু জাফর ও নাছির দেওয়ান বলেন, 'এ বিষয়ে আমরা কোন কথা বলতে ইচ্ছুক নই।'

এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম সুমন বলেন, 'গৃহবধূকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

 

সান