সিরাজদিখানে নির্বাচন ও গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে অবহিতকরণ সভা
প্রকাশ : 2026-01-25 16:58:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৎপরতামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার দুপুর সারে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসীম উদ্দীন। অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ।
সভায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পোস্টাল ভোট ও গণভোটের বিভিন্ন দিক, নির্বাচনী আচরণবিধি এবং ভোটারদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। আয়োজকরা জানান, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এ অবহিতকরণ সভার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বক্তারা আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।