সিরাজদিখানে নারী ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার
প্রকাশ : 2024-06-07 20:25:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সিরাজদিখান থানা পুলিশ সদস্যরা সিরাজদিখান মালপদিয়াতে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাদিম শেখ নামের এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার উপজেলার উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। । গ্রেফতার নাদিম শেখ মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের অধিবাসী ওমর আলী শেখের ছেলে। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সুমন।
জানা যায়, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মারপদিয়া গ্রামের নাদিম শেখ একজন প্রবাসী। আসামী নাদিম শেখ বিভিন্ন সময় বাদীনিকে বিভিন্ন অশালীন কথাবার্তা ও অশ্লীল অঙ্গভঙ্গি করে কু-প্রস্তাব দিতেন। উহাতে বাদীনি কখনো রাজী হন নাই। বাদীনি বাড়িতে একা থাকায় গত ২২ মে বুধবার বাড়ি ফাকা থাকায় ঘড়ে ঢুকে জোড় করে খাটের উপর ফেলে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে ধর্ষনের চেস্টা করে।
এক পর্যায়ে নাদীম ওই যুবতীকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে হাত মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নাদিম শেখকে(৪০) গ্রেফতার করেন সিরাজদিখান থানা পুলিশ।
এ বিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মোক্তার হোসেন বলেন, বাদীনি বিজ্ঞ আদালতে পিটিশন মামলা করেন। মামলা নং-৬০/২০২৪