সিরাজদিখানে নাতিকে মারধরের খবর শুনে দাদির মৃত্যু

প্রকাশ : 2024-01-12 19:06:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে নাতিকে মারধরের খবর শুনে দাদির মৃত্যু

মুন্সীগঞ্জ সিরাজদিখানে গরুবিক্রিকে কেন্দ্র করে একজনকে কোপানো হয়েছে। এদিকে নাতিকে কোপানোর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন দাদি বেকুলা মন্ডল (৮০)।

আজ শুক্রবার সকালে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটী দামবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর  আহত আকাশ মন্ডল (২৫) ওই গ্রামের মৃত দ্রুব মন্ডলের ছেলে। মৃত  বৃদ্ধা বেকুলা মন্ডল আকাশ মন্ডলের দাদি।

সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক মো. ফকরুল হাসান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় গরুবিক্রির বিষয় নিয়ে আকাশ মন্ডলকে কোপালে ব্রজেরহাটী দামবাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় আকাশ মন্ডলকে উদ্ধার করে এলাকাবাসী। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে উন্ন চিকিৎসার জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।

এদিকে বৃহস্পতিবার  দুপুরের দিকে ঢাকা স্যার সলিমউল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আকাশ মন্ডলকে নেওয়া হলে স্বজনদের কান্নাকাটি শুনে শুক্রবার সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বৃদ্ধা অসুস্থ দাদি বেকুলা।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুজাহিদুল ইসলাম সুমন জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই মিশুর বিরুদ্ধে মামলা করা হয়েছে করা হয়েছে। অভিযুক্ত মিশুসহ দুইজনকে আটক করা হয়েছে।