সিরাজদিখানে দুস্থ মানুষের পাশে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা

প্রকাশ : 2021-09-17 14:38:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে দুস্থ মানুষের পাশে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা

চলমান করোনা পরিস্থিতিতে মহামারির মধ্যে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কর্মহীন, দুস্থ এবং অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। আজ শুক্রবার সকাল ১০ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে সিরাজদিখান মধ্যপাড়া এলাকার ৯টি ওয়ার্ডের  আড়াই শতাধিক পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক( গ্রেড-১) কে.এম তারিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রনালয়ের সচিব মাহবুবুল হক,মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,ইউপি সদস্য মুক্তার হোসেন,হাসী বেগম প্রমুখ। 

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে.এম তারিকুল ইসলাম বলেন, করোনার এই অতিমারিতে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা সারা দেশের মত আজ সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়নে ২৫০ জন দুস্থ অসহায়দের ত্রাণ সহায়তা দিচ্ছে। তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক সেই প্রত্যাশা করি এবং জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা সকলের প্রতি দোয়া প্রার্থনা করি।