সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত ১৫
প্রকাশ : 2026-01-09 18:12:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে পূর্ব শত্রæতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার বেলা ৯ টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন টেটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। আহত টেটাবৃদ্ধ শুকুর মোল্লা(৫৫),আলী আহমেদ(৩৫)মো.হোসেন(৩২),অন্তর(১৮),কামাল সাধুকে(৪০) ঢাকা মিটফোট হাসপাতালে ভাতি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে দোসরপাড়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়র জানান, উপজেলার দোসরপাড়া গ্রামের কাশেম মোল্লা ও শুক্কুর মোল্লা সর্মথকদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে পুর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র শুক্রবার সকাল ৯ টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘন্টা ব্যাপি চলে সংঘর্ষ । খবর পেয়ে সিরনাজদীখান থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
লতব্দী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.কামাল হোসেন বলেন,সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাটি হয় এর পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে । মূলত দুপক্ষের মধ্যে পূর্ব থেকেই জমি নিয়ে বিরোধ ছিল সেই বিরোধ নিয়ে মারামারি । মারামারিতে ৫ জন টেটাবিদ্ধ হয়েছে । কাশেম মোল্লা ও শুক্কুর মোল্লাকে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ করেননি ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এম এ হান্নান জানান,দীর্ঘদিন ধরেই জমি ও আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে শত্রুতা ছিল । বেশ কয়েকজন আহত হয়েছে । আজকে ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রন করতে দোসপাড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।