সিরাজদিখানে ডলার দেওয়ার নাম করে ৩ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র
প্রকাশ : 2025-09-14 17:22:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জ সিরাজদিখানে আমেরিকান ডলার সরবরাহের প্রলোভন দেখিয়ে এক প্রতারকচক্রের হাতে সর্বস্বান্ত হয়েছেন এক ভুক্তভোগী। ডলার দেওয়ার কথা বলে নিজ এলাকায় ডেকে নিয়ে আশরাফুল আলম শেখ ও মোঃ মনির হোসেনর ৩ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ডলার প্রতারক চক্র। শুক্রবার সকালে উপজেলার মদ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রতারণার শিকার আশরাফুল আলম শেখ সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনার বিস্তারিত জানা গেছে, সম্প্রতি প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নিকট আমেরিকান ডলার আছে বলে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। দুই একটি ডলার দেখিয়ে অল্প দামে বেশি ডলার দেওয়ার প্রতি শ্রুতি দিয়ে তারা কৌশলে বিশ্বাস অর্জন করে নেয়।
পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে নগদ ও বিকাশ হিসাবের মাধ্যমে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। কিন্তু টাকা নেওয়ার পর থেকে প্রতারকরা আর যোগাযোগ করছে না। মোবাইল ফোনও বন্ধ করে দিয়েছে তারা। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, আশরাফুল আলম শেখ ও তার বন্ধু মোঃ মনির হোসেন জানান মধ্যপাড়া মালপদিয়া গ্রামের একত্রে ব্যাবসা করতেন দুই বন্ধু। মনির হোসেনের বাড়ির কেয়ারটেকার কুড়িগ্রাম জেলার খালেক শেখ, দীর্ঘদিন যাবত তার বাড়িতেই থাকেন। এক পর্যায়ে প্রতারক খালেক শেখ মনির হোসেনকে বলে তার বোন ঢাকায় যে বাড়িতে কাজ করতো গত ৫ আগস্টের পরে সেই বাড়ি থেকে তার বোন দুই ব্যাগ ভর্তি আমেরিকান ডলার এনেছে। আমার বোনের কাছে আমেরিকান ডলার আছে। কিন্তু তারা গরীব মানুষ হওয়ায় ডলারগুলো বিক্রি করতে পারছে না। আশরাফুল আলম শেখ ও মনির হোসেন সেই কথা বিশ্বাস করে কুড়িগ্রাম জেলার ভুরঙ্গমারী থানার ভুড়িমারি গ্রামের আজাহার শেখের ছেলে খালেক শেখ একই এলাকার মোসলেম ও কামাল হোসেনকে ৩ লাখ ৭০ হাজার টাকাসহ ডলারের জন্য ভুড়িমারি পাঠায়। শুক্রবার সকালে সিরাজদিখান থেকে তারা কুড়িগ্রাম জেলার ভুরঙ্গমারী থানার ভুড়িমারি গ্রামে যান। বেলা ১১ টায় তাদের সঙ্গে দেখা করে খালেক ও প্রতারক চক্রের হোতা মোসলেম ও কামাল হোসেন। তাদের বাড়িতে না নিয়ে তাদের সোনাহাট ডিগ্রী কলেজ গেইটে একটি দোকানে বসিয়ে রাখেন। ওইদিন বাড়ি থেকে ডলারের ব্যাগ এনে দিচ্ছি বলে তাদের হাত থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে দ্রুত কেটে পড়ে তারা। এরপর থেকেই তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেওে সেখান থেকে ফিওে এসে আজ রবিবার দুপুরে সিরাজদিখান থানায় খালেক শেখ,মোসলেম ও কামাল হোসেনর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে প্রতারক খালেক শেখ,মোসলেম ও কামাল হোসেনর সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর বলেন, প্রতারক চক্রকে ধরতে অভিযান অব্যাহত আছে। প্রতারক চক্রের কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুতই তাদের আইনের মুখোমুখি দাঁড় করানো হবে।