সিরাজদিখানে ট্রলার ডুবির তিনদিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ : 2022-08-23 19:25:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে ট্রলার ডুবির তিনদিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা বালিগাও ডহরী খালে ট্রলার ডুবিতে নিখোঁজ যুবকের মরদেহ তিনদিন পর উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার তালতলা ডহুরী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মো. সেলিম (২৬)। সে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামের সিরাজ মাঝির ছেলে। জানা যায়, গত রোববার বিকাল সাড়ে ৫ টায় সিরাজদিখান উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৫ জনের মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠে আসে। সাঁতার না জানায় সেলিম (২৬)পানিতে তলিয়ে যায়। 

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ এ কে মিজানুল হক জানান, আজ মঙ্গলবার আজ সকালের দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সেলিমের মরদেহ খাল থেকে উদ্ধার করি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায়  ময়না তদন্তর ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি।