সিরাজদিখানে জামিনে এসে হত্যা ও গুমের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

প্রকাশ : 2025-10-08 17:19:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে জামিনে এসে হত্যা ও গুমের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

মুন্সীগঞ্জ সিরাজদিখানে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন,২০১৩ এর  ধারায় ১ কোটি ৩ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া মামলার আসামি রতণ দে (৫৫) ও সজিব দাস জামিনে এসে  মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম ইছাপুরা গ্রামের ভুক্তভোগী সমীর দাসের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

সিরাজদিখান থানায় সাধারন ডায়েরি ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা সিএমএম কোর্টে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন,২০১৩ এর ৩১/৩৩/৩৫/৩৬/৩৭ এবং পেনাল কোডের ৪২০/৪০৬/৫০৬৯ ধারার একটি মামলা চলমান অবস্থায় আসামিরা সম্প্রতি আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফিরে আসে। জামিনে আসার পর থেকেই তারা বাদীপক্ষের ওপর চাপ সৃষ্টি করছে মামলা তুলে নেওয়ার জন্য। এমনকি প্রকাশ্যে প্রাণনাশ ও গুমের হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ভুুক্তভোগী  সমীর দাস বলেন, কানাডায় নেওয়ার কথাবলে প্রতারকচক্র আমাকে ও আমার স্ত্রীকে বিদেশে হোটেলে আটকিয়ে আমার কাছ থেকে ১ কোটি ৩ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পরেও জামিনে এসে আমাকে ও  আমার পরিবারের লোকজনকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়। বাড়ি থেকে বের হলে এখন আতঙ্কে থাকি, ওরা কখন কি করে বসে। তাই জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারের স্বার্থে থানায় অভিযোগ করেছি। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রতণ দে ও সজিব দাসকে বাড়িতে তাদেরকে না পেয়ে  মোবাইল নম্বরে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বাদীপক্ষের দাবি, আসামির ভয়ভীতি ও হুমকির কারণে তারা এখন বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার চিন্তাভাবনা করছেন। এ বিষয়ে তারা মঙ্গলবার রাতে সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেছেন। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ প্রসঙ্গে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আবু বকর বলেন, বাদীর পরিবারকে হুমকি দেওয়ার বিষয়ে  মঙ্গলবার বাদী সমীর দাসের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত  সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।