সিরাজদিখানে জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁতীলীগের আলোচনা সভা ও দোয়া
প্রকাশ : 2023-08-29 15:55:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে তাঁতীলীগ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মোড় বাসস্ট্যান্ড এলাকায় সিরাজদিখান উপজেলা তাঁতীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ রাসেল শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ালীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ,ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলগ সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, মুন্সিগঞ্জ জেলা তাঁতীলীগ সভাপতি মোঃ আনোয়ার দেওয়ান,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এস এম সোহরাব হোসেন,মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য হেলেনা ইয়াসমিন,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,-রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড.আবু সাঈদ, মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য মাসুদ লস্করসহ উপজেলা সহ তাঁতী লীগের বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ তাদের পরিবারের সকল নিহত এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শেষে দুপুরের খাবার বিতরণ করা হয়।