সিরাজদিখানে জাতীয় যুব দিবস পালিত
প্রকাশ : 2021-11-01 16:16:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
'দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে মুন্সীগঞ্জ সিরাজদিখানে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় সিরাজদিখান উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সিরাজদিখান উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা রানী পাল প্রমুখ।
পরে যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত এগারজনকে গাভি পালনের জন্য সাত লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক ও ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্তের হাতে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ , শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
স্বাগত বক্তবে সিরাজদিখান উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ বলেন, স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শিক্ষিত ও কর্মদক্ষ যুবসমাজ সৃষ্টি করার বিষয়ে মনোনিবেশ করেন। তিনি বিশ্বাস করতেন, আলোকিত যুবসমাজই দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। জাতির পিতা যুবসমাজকে শিক্ষা গ্রহণে আমরা যুবঋণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছি। গত ১৩ বছরে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও যুবদের কর্মসংস্থানের প্রসার ঘটছে। যুব সংগঠকরা সমাজ সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি করোনা পরিস্থিতিকালীন স্বেচ্ছাসেবায় প্রশংসনীয় ভূমিকা রেখেছে।