সিরাজদিখানে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
প্রকাশ : 2026-01-31 16:59:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সিরাজদিখানে শেখ মোঃ আব্দুল্লাহকে ফুলের তোড়া দিয়ে উপজেলা জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেছেন।
আজ শনিবার সকাল সারে ১০ টায় মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহর হাতে লতব্দী রামকৃষ্ণদী শেখ মিযার হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেন তারা।
সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ ওমর বেলীম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাসান ঢালী, খাসমহল বালুচর ইউনিয়ন জাতীয় পাটর্িৃর সভাপতি আবুল কাশেম মেম্বার, বয়রাগাদী ইউনিয়ন জাতীয় পাটর্িৃর সভাপতি মোঃ বাবুল,লতব্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি কার্তিক চাঁন ফকির,সাধারণ সম্পাদক সদাগর মাদবরের নেতৃত্বে যোগদান করেন তারা। নবাগত নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, শেখ মোঃ আব্দুল্লাহকে নির্বাচিত করতেই জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, বিএনপি কখনো ক্ষমতার লোভে রাজনীতি করে না। বিএনপির রাজনীতি মানুষের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগদান প্রমাণ করে— বিএনপি এখন জনগণের আস্থার প্রতীক ও শেষ ভরসা।
তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, নিরাপদ কুচিয়ামোড়া পাথরঘাটা,রামকৃষ্ণদী সড়ক সংস্কার ও আধুনিক মুন্সীগঞ্জ-১ গড়ে তোলা হবে।
সিরাজদিখান উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, লতব্দী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, উপজেলা শ্রমিক দল সভাপতি শেখ নজরুল ইসলাম,শাহা আলী,সিরাজ মাস্টার,আলীম খান,অনু খানসহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই জনগণের একমাত্র ভরসা।