সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

প্রকাশ : 2024-09-30 16:09:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

কন্যাশিশুর স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ এ শ্লোাগানকে সমানে রেখে মুন্সীগঞ্জ সিরাজদিখান কন্যাশিশু দিবস পালিত হয়েছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: গুল রাওশান ফিরদৌস, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,সিরাজদিখান উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাফরোজা সুলতানা, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাঈদ,কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলামসহ অন্যরা। 

বক্তারা বলেন, আজকের কন্যাশিশুই আগামী দিনে গড়ে তুলতে পারবে একটি শিক্ষিত পরিবার। দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা প্রত্যেক কন্যাশিশুদের মানসিক বিকাশ করার সুযোগ দিতে হবে। তাদের কোন ধরনের মানসিক বা শারীরিক চাপ প্রয়োগ করা যাবে না।