সিরাজদিখানে জাতির জনকের প্রতিকৃতিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা
প্রকাশ : 2022-12-16 18:09:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সুব্রত দাস রনকের ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদেও নেতৃত্বে উপজেলা নতুন ভবনের সামনে স্বাধীনতার বিজয়স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মোঃ ফারুক হোসেন,মোশারফ হোসেন তালুকদার,বিপ্লব সরকার,গোপাল দাস হৃদয় প্রমুখ। সিরাজদিখান উপজেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকারি সভাপতি সুব্রত দাস রনক বলেন, আজকে মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে। ২ লাখ মা ও বোনের ইজ্জতের বিনিময়ে এবং বহু আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্ন করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা আমাদের বিজয় ছিনিয়ে এনেছিল।
যারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, যারা আমাদের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র দিয়েছিল সেই জামায়াতে ইসলামী তাদের বংশধর। বিএনপির যেসব নেতা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের প্রত্যয় হচ্ছে দেশবিরোধী সমস্ত অপশক্তিকে দমন করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া।