সিরাজদিখানে জমি বিক্রির করেও মালিকানা দাবি করে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

প্রকাশ : 2025-11-09 17:45:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে জমি বিক্রির করেও মালিকানা দাবি করে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি বিক্রির পরও সেই জমির মালিকানা দাবি করে মিথ্যা মামলা দায়ের করে নির্মান কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মামলা তুলে নিতে অর্থ দাবি করায় ভুক্তভোগীরা চরম হয়রানির শিকার হচ্ছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজদিখান উপজেলার খারশুল মৌজার ৩১১ নং খতিয়ানের আর এস ১৫৫০ নং দাগের ৭ শতাংশ জমি  নগদ ৬০ লাখ টাকায় অভিযুক্ত শহীদুল ইসলাম বাবু ও আজগর আলী গত আগস্ট ২০২৫ইং সালে তাদের নিজ নামে যথাযথ রেজিস্ট্রেশনের মাধ্যমে মুজীবর রহমানের থেকে ক্রয় করেন। মুজীবর রহমান ওই জমি বিক্রির জন্য আজম রহমানের নিকট হতে বৈধভাবে পাওযার নিয়েছিলেন। কিন্তু সম্প্রতি আজম রহমান সেই জমির ওপর আবার মালিকানা দাবি করে গাজীপুর জেলার নিশাতনগর আউচপাড়া শেখ হাজারী সেবা ২২ রোডের মৃত লোকমান আলীর মেয়ে লাইলী আক্তারের মাধ্যমে মুন্সীগঞ্জ এডিএম আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলাটি তুলে নেওয়ার বিনিময়ে ভুক্তভোগীদের কাছ থেকে লাইলী আক্তার(৪৫) মোটা অঙ্কের টাকা দাবি করছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, আমরা বৈধভাবে জমি ক্রয় করেছি, এখন উল্টো মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে লাইলী আক্তারের সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। স্থানীয় সচেতন মহল এই ঘটনাকে চাঁদাবাজি ও প্রতারণার এক নতুন কৌশল বলে উল্লেখ করে প্রশাসনের হস্থক্ষেপ দাবি করেছেন।