সিরাজদিখানে ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় মামলা, আটক ১০

প্রকাশ : 2025-11-19 17:47:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় মামলা, আটক ১০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রে ক্ষতিসাধন ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের অভিযোগ আনা হয়েছে। বুধবার ১৯ নভেম্বর সকালে সিরাজদিখান থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই নাহিদ মাসুদ বাদী হয়ে মামলাটি করেন। 

এ ঘটনায় বুধবার অভিযান চালিয়ে জড়িত ১০ জন আটক করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার সকাল ৯ টায় সিরাজদিখান উপজেলার যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে শেখ হাসিনার রায়ের প্রতিবাদে প্রকাশ্যে পুলিশের টহল দলের সামনে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। 

এ ঘটনায় টহলের দায়িত্বে থাকা সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো.কামরুজ্জামান সিকদারসহ দুই কনস্টেবল বাদশা মিয়া ও সফিকুলকে প্রত্যাহার করা হয়।

সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোঁটা, নিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগানসহ মিছিল করছে। এ ঘটনায় ৪৫ জন নামীয় অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযান চালিয়ে জড়িত ১০ জনকে আটক করা হযেছে।