সিরাজদিখানে গৃহবধূ হত্যায় জড়িতদের গ্রেফতার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশ : 2024-06-30 11:42:00১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে গৃহবধূ হত্যায় জড়িতদের  গ্রেফতার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গৃহবধূ শাবনূর আক্তার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসীর আয়োজনে শনিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের মজিদপুর সড়কে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশ নারী পুরুষ অংশ নেয়। পরে গৃহবধূ শাবনূর আক্তার হত্যায় জড়িতদের ফাঁসীর দাবীতে বিক্ষোভ মিছিল করে তারা। 

এসময় হত্যাকারীদের ফাঁসী চাই ফাঁসী শ্লোগান দেন তারা। মানববন্ধনে বক্তারা, গৃহবধূ শাবনূর আক্তার হত্যায় জড়িত স্বামী রবিন ও তার মামা আসলাম, মাতা নাছিমা বেগম, পিতা পিয়ার আলী, খালা সুমা আক্তার ও বোন রাব্বি আক্তারকে দ্রæত গ্রেফতার পূর্বক তাদের ফাঁসির দাবী জানান। এছাড়া গৃহবধূ হত্যাকান্ডের প্রায় ১ সপ্তাহ অতিবাহিত হলেও হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে ব্যর্থতাকে তুলে ধরে পুলিশের উর্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করেন মানববন্ধনকারীরা। উল্লেখ্য, গত সোমবার ২৪ জুন গৃহবধূ শাবনূর আক্তারকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার স্বামী রবিনের বসত ঘরের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয় মর্মে নিহত শাবনূর আক্তারের ভাই সম্রাট শেখ বাদী হয়ে স্বামী রবিন ও তার মামা আসলাম, মাতা নাছিমা বেগম, পিতা পিয়ার আলী, খালা সুমা আক্তার ও বোন রাব্বি আক্তারকে অভিযুক্ত করে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-২০।

 

সান