সিরাজদিখানে গৃহবধুর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা, স্বামী পলাতক
প্রকাশ : 2022-10-09 19:40:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার হাতরপাড়ার আমেনা আক্তার (২১) নামে গৃহবধু শশুরবাড়িতে ওড়ন্যা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ,তাকে মানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধুর শরীরের ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। রবিবার বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমেনা আক্তার পাশর্^বর্তী মির্জাকান্দা এলাকার আলী হোসেনের মেয়ে। নিহত আমেনা ওই এলাকার মামুনের স্ত্রী। তার ১৪ মাসের একটি মেয়ে সন্তান রয়েছে। আমেনা আক্তারের বড় ভাই মোঃ ইব্রাহীম ও মোঃ ইমরান জানান, গত পাঁচ বছর আগে কোলা ইউনিয়নের হাতরপাড়া এলাকার মোকসেদ শেখ সাহেব আলীর ছেলে মামুন বেপারীর সাথে বিয়ে হয়। হঠাৎ রবিবার দুপুরে আমার মামা (ঘটক) শশুরবাড়ি থেকে এসে মোবাইলে জানায় আমার বোন আত্মহত্যা করেছে। এরপর আমরা আমাদের বোনের বাড়ি গেলে আমার বোনকে মৃত অবস্থায় দেখতে পাই। তারা অভিযোগ করে বলেন, আমার বোনকে নির্যাতন করে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে হত্যা করেছে।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মোঃ বিল্লাল শেখ সাংবাদিকদেরকে বলেন, কোন নির্যাতনের চিহ্ন পাওয়া যায় নি। স্বামীর এ নির্যাতন সইতে না পেরে আমেনা দুপুরের পর ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ করেছেন আমেনার পরিবার। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসলে সঠিক বলা যাবে হত্যা না আত্মহত্যা। ঘটনার পর আমেনার স্বামী,শাশুড়ি ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানান এসআই মোঃ বিল্লাল সেক।