সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা

প্রকাশ : 2024-05-16 18:24:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা

মুন্সীগঞ্জ সিরাজদিখানে তেলীপারায় ইন্তেজা আক্তার অন্তুু(১৫) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১৪ মে, মঙ্গলবার বিকালে সিরাজদিখান মধ্যপাড়া ইউনিয়নের তেলীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ইন্তেজা আক্তার অন্তু ওই গ্রামের দেলোয়ার শেখের দ্বিতীয় মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কিশোরী ইন্তেজা আক্তার অন্তুু মালপদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ইন্তেজা আক্তার অন্তুুকে স্কুলে সহপাঠি একই ক্লাসের সিয়াম উত্যাক্ত করায় কোন প্রতিকার না পাওয়ায় সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। ওই ছাত্রী মানসিক ভাবে বিরক্তও ছিলেন। একপর্যায়ে গতমঙ্গলবার বিকালে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিলে ছাত্রীর মা বর্না বেগম দেখে ফেললে প্রথমে তাকে চিকিৎসার জন্য সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বুধবার চিকিৎসারত অবস্থায় ইন্তেজা আক্তার অন্তুু মারা যায়।

নিহত ইন্তেজা আক্তার অন্তুু বাবা দেলোয়ার সেখ ও মামা মাহবুব হাসান বলেন, আমরা পরে জানতে পেরেছি লৌহজং উপজেলার ঘাসভোগ গ্রামের তিলাল হাওলাদারের ছেলে সিয়াম আমার মেয়ের সাথে মালপদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে একই সাথে পড়তে। সিয়াম প্রায়ই অন্তুকে উত্যক্ত করতো কিন্তু বাড়িতে এসে আমাদের কিছুই জানাত না আমার মেয়ে। সিয়ামের কারনেই আমার মেয়ে আত্মহত্রা করেছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম সুমন জানান, গলায় ফাঁস দিয়ে কিশোরী আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্ত করা হয়েছে।