সিরাজদিখানে গলায় গামছা পেঁচিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

প্রকাশ : 2022-03-15 19:32:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে গলায় গামছা পেঁচিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

মুন্সিগঞ্জ সিরাজদিখানে গলায় গামছা পেঁচিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনাটি উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামে আজ মঙ্গলবার ভোরে  এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইনছাস শেখ (৫৫)। সে একজন ব্যাবসায়ী। 

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। জানা গেছে, পশ্চিম রাজদিয়া গ্রামের  মৃত শেখ রিয়াজের ছেলে মোঃ ইসছান শেখ দীর্ঘ ১৮বছর ধরে জায়গা সম্পত্তি নিয়ে রোসনা, মোকাজ্জল, মনির, নাইদ, হাতেমদের সাথে বিরোধ চলে আসছে। একই গ্রামের কাদীরের নিকট থেকে সাড়ে ৯ শতাংশ জায়গা নগদ ৮০ টাকায় ক্রয় করে নামজারি করলে তা পিটিশন মামলায় নামজারি বাতিল হলে পুনরায় ২৫ হাজার টাকা দিয়ে সেই সম্পত্তি নামজারি করতে ব্যর্থ হন। গত রাতে জমি জমা বিষয়ে কথা কাটাকাটি হয় । কিন্ত হটাৎ পরিবারের সবার অজান্তে গত সোমবার ভোর রাতের দিকে বাড়ীর অদূওে রাজদিয়া গ্রামের দেলোয়ার হাজীর বাড়িরর পুকুর পাড়েরর বেল গাছের ডালের সাথে গামছা গলায় পেঁচিয়ে ইনছান আত্মহত্যা করে। 

খবর পেয়ে সিরাজদিখান থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আজগর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।  লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।