সিরাজদিখানে গণটিকা নিতে প্রথম ডোজ প্রত্যাশীদের দীর্ঘলাইন

প্রকাশ : 2021-08-07 15:21:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে গণটিকা নিতে প্রথম ডোজ প্রত্যাশীদের দীর্ঘলাইন

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত গণটিকার কার্যক্রম শুরু হয়েছে শনিবার (০৭ আগস্ট) মুন্সীগঞ্জ সিরাজদিখানে। তবে, এদিন সকাল থেকে এই কার্যক্রম শুরু হলেও টিকা নিতে অনেক আগ থেকেই ২৫ বছর ঊর্ধ্বে তরুণ-তরুণীদের দীর্ঘ লাইন রয়েছে। আজ শনিবার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ,লতব্দী ইছাপুরা ইউনিয়ন পরিষদে গিয়ে এমন চিত্র দেখা গেছে। 

দেখা যায়, সকাল থেকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হলেও আটটা থেকেই প্রথম ডোজ প্রত্যাশীরা লাইনে দাঁড়িয়ে আছেন। তবে, দুই ঘণ্টা ধরে সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে টিকা নিতে পারেননি বলেও জানিয়েছেন। তবে, মুক্তিযোদ্ধা, বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হচ্ছে। 

এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন সাংবাদিকদেরকে বলেন, লতব্দী এই তিনটি ওয়ার্ডের বাসিন্দাদের এখানে টিকা দেওয়া হচ্ছে। আমরা মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিচ্ছি। এই কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত চলবে এবং এখানে আজ ৩৫০ জনকে টিকা দেওয়া হবে। 

সিরাজদিখান উপজেলা পঃ পঃ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা বলেন, ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং প্রত্যন্ত অ লের মানুষকে প্রাধান্য দিয়ে শনিবার সকাল ৯টা থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় ১৪টি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডের একযোগে টিকা দেওয়া হচ্ছে। এতে ১৪ টি ইউনিয়নে ৮৪ জন টিকাদানকর্মী ও ১২৬ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।