সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : 2026-01-18 18:14:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সিরাজদিখানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার কোলা ইউনিয়নের চৌরাস্তা সংলগ্ন মাঠে কোলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দুই সহ¯্রাধিক মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করেন অতিথিরা। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্তত পরিবারবর্গেও প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য দুলাল দাস,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিমল দাস,সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, তানভীর আহম্মেদ,সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার,কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু,মোঃ শাহআলম, ছিদ্দিক মোল্লা, অহিদুল ইসলাম অহিদ,কোলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, শাহাদাৎ শিকদার,রমজানআলী, ফারুকুল ইসলাম,পিয়ার আলী মোল্লা,মোঃ বাদশা মিয়া,মোশারফ হোসেন রাতুল, আফজাল হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী। 

প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি যখন রাজনীতি শুরুকরলেন, অল্প দিনের মধ্যে দেশে-বিদেশে জনপ্রিয় হয়ে উঠলেন তার চিন্তাধারার জন্য, তার দূরদৃষ্টির জন্য, তার সুশাসনের জন্য। সব মানুষের ভালো-মন্দ থাকে, কিন্তু বেগম জিয়া সম্পর্কে শত্রুরাও তার দোষ বলতে পারেনি। শোকসভা শেষে বেগম খালেদা জিয়র রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।