সিরাজদিখানে কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : 2022-06-13 09:50:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলায় কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ জুন) বিকাল ৪টায় মুন্সিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন শুরু হয়। উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি দীন মোহাম্মদ লালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ জাহাঙ্গির আলম। অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন মুন্সিগঞ্জজ জেলা কৃষকলীগ সভাপতি মোঃ মহসিন খান । প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা আক্তার খানম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম ফিরোজ, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, সিরাজদিখান উপজেলা আওয়ামীযুবলীগ প্রথম যুগ্ম আহবায়ক এইচ এম জহিরুল ইসলাম লিটু প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ওই দিন বিকালে সংগঠনের উপজেলার ১৪ ইউনিয়নের ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ কাউন্সিলরদের উপস্থিতিদের দীন মোহাম্মদ লালুকে সভাপতি, গোলাম মোস্তফা সেন্টুকে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে সিরাজদিখান উপজেলায় কৃষক লীগের নেতা-কর্মীরা চাঙা হয়ে উঠেছেন।