সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা

প্রকাশ : 2022-10-29 18:03:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা

সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃক্সখলা সর্বত্র। পুলিশই জনতা, জনতাই পুলিশ' এই স্লোগানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে উদযাপন করা হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে আজ শনিবার সকালে সিরাজদিখান থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় থানা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।  পরে সেখানে সিরাজদিখান থানার ওসি এ,কে,এম মিজানুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম হাজী, এস আই ইমরান খান,এস আই গোবিন্দ লাল দে,এস আই মোঃ মজিবুর রহমান, সাংবাদিক, আইনজীবী, জন প্রতিনিধিসহ বিভিন্ন  শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।