সিরাজদিখানে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
প্রকাশ : 2022-04-17 14:24:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আলোচনা সভার মধ্যে দিয়ে সিরাজদিখানে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ। সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার দুপুর ১২টায় উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান তাইজুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা জাহান তোড়ন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, উপজেলা সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল, সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আজগর আলী, সিরাজদিখান কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গিয়াসউদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার মোহন মিয়া প্রমুখ বক্তব্য দেন। বক্তারা মুজিবনগর দিবসের ওপর বিস্তারিত আলোচনা করেন।