সিরাজদিখানে ইব্রাহিম মিয়া ও মোস্তাক আহম্মেদ স্মৃতি বৃত্তি পেল মালখানগরের ১২ শিক্ষার্থী

প্রকাশ : 2022-05-26 19:48:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে ইব্রাহিম মিয়া ও মোস্তাক আহম্মেদ স্মৃতি বৃত্তি পেল মালখানগরের ১২ শিক্ষার্থী

মুন্সিগঞ্জ সিরাজদিখানে মোহাম্মদ ইব্রাহিম মিয়া মোস্তাক আহম্মেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সিরাজদিখান মালখানগর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ১২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টায় মালখানগর উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের ইব্রাহিম মিয়া ও মোস্তাক আহম্মেদ বৃত্তি বৃত্তির চেক ও সম্মাননাপত্র প্রদান করা হয়। 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ১ম স্থান  ২৫০০দ্বিতীয় ২০০০ ও তৃতীয় স্থানাধিকারকে ১৫০০ টাকা হারে বৃত্তি পাবে। উপজেলায় মেধা অনুসারে ১২ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন। ইব্রাহিম মিয়া ও মোস্তাক আহম্মেদ স্মৃতি স্ট্রাস্টের সভাপতি ড.এম এ সাইদের সভাপতিত্বে মেধা বৃত্তি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইব্রাহিম মিয়া ও মোস্তাক আহম্মেদ স্মৃতি বৃত্তি কমিটির  স্ট্রাস্ট সদস্য ও মালখানগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবীন্দ্র চন্দ্র ভাওয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ । আরও উপস্থিত ছিলেন  মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল আলম, ইব্রাহিম মিয়া ও মোস্তাক আহম্মেদ স্মৃতি বৃত্তি  স্ট্রাস্টের সম্পাদক আলহাজ্ব মোঃ সামসুল হক, ইব্রাহিম মিয়া ও মোস্তাক আহম্মেদ স্মৃতি বৃত্তি স্ট্রাস্টর কোষাধক্ষ মোঃ হুমায়ুন খান, মালখানগর এডহক কমিটির সদস্য সুবীর চক্রবর্তী,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,এ্যাডভোকট শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকল বক্তা ইব্রাহিম মিয়া ও মোস্তাক আহম্মেদ স্মৃতি বৃত্তি ফাউন্ডেশনকে এ বৃত্তি প্রদানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।