সিরাজদিখানে আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট

প্রকাশ : 2024-08-06 20:21:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট

কোটা নিয়ে শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের পর শেখ হাসিনার পদত্যাগের খবর শুনেই বিজয় উল্লাসে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। সোমবার (৫ আগস্ট) রাতে দুর্বৃত্তরা সিরাজদিখান চরবিশ্বনাথ স্থানীয় এক ইউপি সদস্যের অফিস ও মারুফ টের্ড্রাসে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করেছে।

সিরাজদিখান বাসাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ও বাসাইল ইউনিয়ন  আওয়ামী যুবলীগ সভাপতি আব্দুস সালাম মনু জানান, সোমবার শেখ হাসিনার পদত্যাগের খবর শুনেই বিজয় উল্লাসে রাত সারে ৯টায় এক  শ্রেণির  দৃর্বৃত্ত নিমতলা তার কার্যালয়ের ও মারুফ টের্ড্রাসের তালা ভেঙে ভেতরে ঢুকে কম্পিউটার, সিন্ধুক,,আলমারি, টেলিভিশন, সিসিটিভি ক্যামেরাসহ আসবাবপত্র ভাঙচুর ও লটু করেছে। এ সময় তারা আলমারিতে থাকা নগদ অর্থ, ল্যাপটপ, সিসিটিভির বক্স, আইপিএসের মেশিন, প্রিন্টার লুটে নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে শেখ হাসিনার পদত্যাগের খবর শুনেই বিজয় উল্লাসে আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করে রাখে। উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামের নারী নেতৃ মেফালী বেগমের বাড়ি ভাংচুর লুটপাট,বয়রাগাদী ইউনিয়নের পরিতোষ দেবনাথের বাড়ি ভাংচুর লুটপাট করেছে দৃর্বৃত্তরা

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম সুমন বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনি কার্যক্রম অব্যাহত রেখেছি।