সিরাজদিখানে আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রী কলেজের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রকাশ : 2026-01-10 17:30:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রী কলেজের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রী কলেজের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।শনিবার (১০ জানুয়ারী) দিনব্যাপী মহাআড়ম্বরে কলেজ মাঠ প্রাঙ্গণে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজটির বিদ্যুৎ উৎসাহী আবুল হোসেন অপু। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন কলেজটির অন্যতম প্রতিষ্ঠাতা আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মুন্সীগঞ্জ ১ (সিরাজদীখান- শ্রীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।  তিনি বলেন,এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি হাজারো আলোকিত মানুষ গড়ার কারখানা। এখান থেকে বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ারসহ দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তা তৈরি হয়েছে। শিক্ষার্থীরা সুনামের সঙ্গে দেশের মুখ উজ্জ্বল করছেন।সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে স্মৃতিচারণ, আড্ডা ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তারা। কলেজ জীবনের হাসি কান্না, সংগ্রাম ও সাফল্যের গল্পে পুরো পরিবেশ হয়ে ওঠে আবেগঘন।

আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত শিক্ষা সচিব ও কলেজের গভর্নিং বডির সভাপতি তাহিয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজউক-এর প্রধান প্রকৌশলী মো. মোবারক হোসেন, দাতা সদস্য আসাদুল ইসলাম জুয়েলসহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দ চাঁন মণ্ডল ও সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তী।

অনুষ্ঠানে স্মৃতিচারণ পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। শেষে আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়। দীর্ঘদিন পর পুরনো সহপাঠীদের মিলনে পুরো কলেজ প্রাঙ্গণ পরিণত হয় এক আবেগঘন উৎসবমেলায়৷