সিরাজদিখানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
প্রকাশ : 2023-09-10 14:05:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যে মুন্সিগঞ্জ সিরাজদিখানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
আজ রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানর রহমান ভ’ইয়া,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক , মুন্সিগঞ্জ জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ সামসুল হুদা,সিরাজদিখান উপজেলা প্রোগ্রাম ম্যানেজার পরেশ চন্দ্র রায়, টংগঅবাড়ি উপজেলা ম্যানেজার জীবন কুমার বর্মন,সাংবাদিক লতা মন্ডল, সাংবাদিক গোপাল দাস হৃদয় প্রমুখ।
এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা সভায় উপস্থিত ছিলেন।