সিরাজদিখানে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রকাশ : 2025-12-18 18:45:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষায় মুন্সীগঞ্জ সিরাজদিখানে বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয়   প্রবাসী দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা কর্মসংস্থান ও জনশক্তির অফিসের আয়োজনে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা করা হয়। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোসের সভাপতিত্বে ,  উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আসিফ উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা মৎস কর্মকর্তা সেলীম রেজা,ব্রাকের সমন্বয়কারী নূও নাহার আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমৃকর্তা মোসাঃ সাজেদা সরকার ও সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক সহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় শতাধিক প্রবাসগামী ও প্রবাসী নারী পুরুষ উপস্থিত ছিলেন।