সিরাজদিখানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘরবাড়ি ভাঙচুর ও জায়গা দখলের অভিযোগ
প্রকাশ : 2025-10-12 18:36:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জ সিরাজদিখানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘরবাড়ি ভাঙচুর ও জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জেলার সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দধূল এলাকায়।
ভুক্তভোগী রিনা বেগম (৫০) ও পরিবারের অভিযোগ, বিরোধপূর্ণ জমি নিয়ে গত ৬ অক্টোবর ২০২৫ ইং মুন্সীগঞ্জে পিটিশন মামলা নং ৫৭৫/২০২৫,ধারা-ফৌঃ কাঃ বিঃ-১৪৫ আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও স্থানীয় বাদল সারেং,পাভেল,রুবেল সারেং,পলাশ সারেং,রাজিবসহ প্রভাবশালী একটি চক্র ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রবিবার সকালে তাদের বসতঘরে হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে মালামাল লুটপাট করে এবং দখলের চেষ্টা চালায়। এতে পরিবারের সকল নারী-পুরুষ ভয়ে আতংঙ্কিত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, আদালতের আদেশ উপেক্ষা করে এমন ঘটনা ন্যক্কারজনক। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বাদল সারেং ওই জমি তাদের বলে দাবি করেন। এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।