সিরাজদিখানে আগুনে দোকান পুড়ে ছাই
প্রকাশ : 2022-10-28 18:10:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সিরাজদিখানে আগুনে একটি দোকান পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার বালুচরে নতুন বাজারের কুবুদ্দি মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ ওই টেলিকম বিপণিবিতানের দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তে মধ্যে এ আগুন ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সিরাজদিখান থেকে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছার আগেই আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে একটি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মালিক আকবরনগর গ্রামের আঃ জলিলের ছেলে মোঃ রনি। অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ ব্যবসায়ী রনি বলেন, বৃহস্পতিবার ভোরের ওই অগ্নিকান্ডে তাঁদের অন্তত ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের শত্রু পক্ষ আগুন লাগিয়েছে বলে দাবী করেছেন দোকন মালিক।