সিরাজদিখানে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি

প্রকাশ : 2024-08-04 20:23:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি

 শিক্ষার্থীদের অসহযোগ ও একদফা আন্দোলন প্রতিহত করতে মুন্সীগঞ্জ সিরাজদিখানে আজ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলার ইছাপুরা চৌড়াস্তা মোড়ে,নিমতলা,উপজেলা মোড় এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, দেশের স্বার্থে সকল ষড়যন্ত্র দলীয় ভাবেই মোকাবেলা করবে আওয়ামী লীগ। যারা অরাজকতা সৃষ্টি করতে চাইবে তাদের কঠোরভাবে দমন করা হবে। অবস্থান কর্মসূচিতে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকান্ড ও এক দফা দাবির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে সকাল থেকে সিরাজদিখানে অসহযোগ আন্দোলনের শিক্ষার্থীদের কোন কর্মসূচি দেখা যায়নি। তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে শহরের মধ্যে। বেশ কয়েকজন পথচারীরা বলেন, লাঠিসোঁটা নিয়ে মিছিল দেখলাম। আমরা নৈরাজ্য চাই না। আতঙ্ক নিয়ে ঘর থেকে বের হতে হয়।

সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইকবাল হোসেন চোকদার,শেখ আব্দুল করিম,মোশারফ হোসেন সুমন, মোঃ আশ্রাফ আলী,আব্দুল রারেক,মোঃ রহিম,সুমন মিয়া, দীন মোহাম্মদ লালু,রাকিবুল হাসান রাকিব, মাহমুদুল হাসান, আলী আহম্মেদ,মোঃ মাসুদ,আহসানউল্লাহ রয়েল, প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।