সায়েন্সল্যাবে বিস্ফোরণ : ঘটনাস্থল পরিদর্শনে ডিএমপি কমিশনার

প্রকাশ : 2023-03-05 15:19:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সায়েন্সল্যাবে বিস্ফোরণ : ঘটনাস্থল পরিদর্শনে ডিএমপি কমিশনার

রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি ভবন বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রোববার (৫ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সঙ্গে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। 

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ঘটনা সম্পর্কে ব্রিফ করবেন তিনি।

ভবনে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।  

রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।